জেলা প্রশাসক কার্যালয়, জামালপুর ।
ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মপরিকল্পনা (CITIZEN CHARTER)
কর্মসূচি |
পদ্ধতি |
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি |
ক) গ্রামীণ রাস্তা, বাঁধ, নির্মাণ/পুনঃ নির্মাণ,পুকুর/খাল পুনঃখনন, জলবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃখনন, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরা, মাটির কিল্লা এবং পুল/সেতু নির্মাণ করা হয়।শ্রমজীবী লোকদের কর্মসংস্থান সৃষ্টি করা কর্মসূচির মূল উদ্দেশ্য। খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির আওতায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। গ) প্রকল্পে বরাদ্দের সীমাবদ্ধতা- প্রতি প্রকল্পে সর্বনিম্ন ৫.০০ মেঃটন খাদ্য শস্য বা নগদ অর্থ ৭৫,০০০ টাকা। ঘ) একই প্রকল্পে তিন বছরের মধ্যে দ্বিতীয় বার খাদ্য শস্য/নগদ অর্থ বরাদ্দ করা হয়না। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা/বাঁধ জরুরী ভাবে মেরামতের প্রয়োজন হলে যথাযথ যৌক্তিকতা সাপেক্ষে উহা মেরামত করা হয়। আমি হব সকাল বেলার পাখি । সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি |
বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ |
১৯৮২-৯৩ আর্থিক বছর হতে সুষ্ঠু যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের নিমিত্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচির আওতায় নিমির্ত রাস্তা/বাঁধ সমূহে প্রয়োজনীয় সেতু/কালভার্ট নির্মাণ করা হচ্ছে। উপজেলাসমূহ কর্তৃক প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। |
আশ্রয় কেন্দ্র নির্মাণ |
বন্যা,নদী ভাংগন ও ঘূর্ণিঝড়ের ছোবল থেকে জান মাল রক্ষার্থে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্তা ও বেসরকারী সাহায্য সংস্থার সহায়তায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। |
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচি |
ক) গ্রামীণ ছোট ছোট রাস্তা, বাঁধ মেরামত, নালা নর্দমা খনন/পুনঃখনন, বৃক্ষরোপন ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার/মেরামত, গ্রামীণ যাতায়ত ব্যবস্থা সুবিধার্থে বাঁশ/কাঠের সাঁকো ও ছোট ছোট আরসিসি পাইপ কালভার্ট নির্মাণ করা হয়।শ্রমজীবী লোকদের কর্মসংস্থান সৃষ্টি করা কর্মসূচির মূল উদ্দেশ্য। খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। গ) প্রকল্পে বরাদ্দের সীমাবদ্ধতা- প্রতি প্রকল্পে সর্বনিম্ন ১.০০ মেঃটন ও সর্বোচ্চ ৫.০০ মেঃটন গম/চাউল এবং নগদ অর্থেরকে ক্ষেত্রে সর্বনিম্ন ১২,০০০ টাকা ও সর্বোচ্চ ৬০,০০০ টাকা বরাদ্দ করা হয়। |
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি |
ক)অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নদীভাংগন, চরাঞ্চল, বন্যা, হাওর-বাওর, উপকূলবর্তী ও মংগাপীড়িত এলাকায় মৌসুমী দরিদ্রদের কর্মহীন অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের ক্ষয়ক্ষমতা বৃদ্ধি, সার্বিকভাবে তাদের জন্য সম্পদ সৃষ্টি এবং গ্রামীণ এলাকায় ক্ষুদ্র পরিসরে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন,তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিবেশ উন্নয়ন করা কর্মসূচির মূল উদ্দেশ্য। খ) কর্মসূচির সময় কাল: ১ম পর্যায়ে ০১ অক্টোবর হতে ৩০ নভেম্বর এবং ২য় পর্যায়ে ০১ মার্চ হতে ৩০ এপ্রিল প্রতি পর্যায়ে ৪০ কর্মদিবস হিসেবে মোট ৮০ কর্মদিবস। গ) কাজের ধরন: এ কর্মসূচিতে কৃষি উৎপাদন ও দুর্যোগ ঝুকিঁহ্রাসে সহায়তা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে নিম্নে উল্লেখিত প্রকল্প বাস্তবায় করা হয়। (১)খাল খনন/পুন:খনন (২) বাঁধ নির্মাণ/পুন:নির্মাণ নির্মাণ। (৩) রাস্তা নির্মাণ/পুন:নির্মাণ। (৪) জলাবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুন:খনন। (৫) বিভিন্ন জনকল্লাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান,কবরস্থান,ঈদগাহ.শ্মশান আংগিনায় মাটি ভরাট। (৬) ঘূনিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশু রক্ষার্থে ঘূর্নিঝগ আশ্রয় কেন্দ্রের পাশে মাটির কিল্লা নির্মাণ/পুন:নির্মাণ, সরকারী মজা পুকুর/মৎস খামারের পুকুর খনন (সরকারী/সমবায় ভিত্তিক খামার)। ঘ) সুবিধাভোগী: ৬০ বছর বয়সী কর্মক্ষম নারী/পুরুষ পরিবারের ০১জন কাজের সুযোগ পাবে এবং দৈনিক কাজের মজুরীর হার ১৭৫টাকা। ঙ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। চ) কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্প টেকসই, দৃষ্টিনন্দন,ব্যবহার উপযোগী,গুনগতমান বর্ধনের লক্ষ্যে বরাদ্দকৃত টাকার ১০% টাকা উপকরণ ক্রয় বাবদ ((Non- wage cost)নির্ধারিত আছে।
|
জেলা প্রশাসক কার্যালয়, জামালপুর ।
ত্রাণ শাখার কর্মপরিকল্পনা (CITIZENCHARTER)
প্রাকৃতিক দুর্যোগ জনিত ঝুঁকি হ্রাস কর্মসূচি |
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও স্বল্প আয়ের লোকদের আয় সঞ্চারক পুনর্বাসন প্রদানের লক্ষ্যে হস্তচালিত তাঁত শিল্প সহ ক্ষুদ্র কুটির শিল্প, নৌকা/রিক্সা/সাইকেলভ্যান/ঠেলাগাড়ী ক্রয়, ফল/নার্সারী, গবাদিপশু/ হাঁসমুরগীর ক্ষুদ্র খামার, ক্ষুদ্র আকারের মৎস্য খামার ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদানের জন্য ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ অর্থ বছরে ঋণ বিতরণ করা হয়েছে। খ)সর্বনিম্ন ৫,০০০টাকা ও সর্বোচ্চ ২০,০০০ টাকা ঘুর্নায়মান তহবিল হিসেবে ঋণ বিতরণ করা হয়। বিতরণকৃত টাকার ৭৫% ঋণ ও ২৫% টাকা অনুদান। গ) ঋণ গ্রহণকারীগণ বার্ষিক ৪% সার্ভিস চার্জ সহ দুই বছরের মধ্যে মাসিক/দ্বিমাসিক/তৈমাসিক কিস্তিতে সহায়তা গ্রহণের ছয় মাস পর থেকে ঋণের টাকা পরিশোধ করতে হবে। ঘ) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় (পৌর এলাকাসহ) এই কর্মসূচি চালু আছে। |
সাময়িক বেকারত্ব মোচন কর্মসূচি |
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও স্বল্প আয়ের লোকদের আয় সঞ্চারক পুনর্বাসন প্রদানের লক্ষ্যে হস্তচালিত তাঁত শিল্প সহ ক্ষুদ্র কুটির শিল্প, নৌকা/রিক্সা/সাইকেলভ্যান/ঠেলাগাড়ী ক্রয়, ফল/নার্সারী, গবাদিপশু/ হাঁসমুরগীর ক্ষুদ্র খামার, ক্ষুদ্র আকারের মৎস্য খামার ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদানের জন্য ২০০৫-২০০৬ অর্থ বছরে ঋণ বিতরণ করা হয়েছে। খ)সর্বনিম্ন ৫,০০০টাকা ও সর্বোচ্চ ১০,০০০ টাকা ঘুর্নায়মান তহবিল হিসেবে ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত টাকার ৮০% ঋণ ও ২০% টাকা অনুদান। গ) ঋণ গ্রহণকারীগণ বার্ষিক ৫% সার্ভিস চার্জ সহ দুই বছরের মধ্যে মাসিক/দ্বিমাসিক/তৈমাসিক কিস্তিতে সহায়তা গ্রহণের ছয় মাস পর থেকে ঋণের টাকা পরিশোধ করতে হবে। ঘ) জামালপুর জেলার ০৭টি উপজেলায় (পৌর এলাকাসহ) এই কর্মসূচি চালু আছে। |
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ ও পরবর্তী পুনর্বাসনকার্যক্রম |
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙ্গন, খরা, অগ্নিকান্ড, কালবৈশাখী -ঘুর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, পাহাড় ধ্বস, দুর্গঘটনা ইত্যাদি ক্ষতিগ্রস্ত দু:স্থ পরিবারদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ক্ষতিগ্রস্ত বাড়ী ঘর মেরামত/পুন: নির্মাণ করার জন্য গৃহনির্মাণ মঞ্জুরি হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় না তবে বিশেষ বিবেচনায় মানবিক কারণে সময় বিশেষ দুঃস্থদের মধ্যে নগদ অর্থ,শাড়ী, লুঙ্গি,শীত বস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারী সাহায্য বিতরণ করা হয়। |
ভিজিএফ কর্মসূচি
|
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারদের আপতকালীন খাদ্য চাহিদা মিটানোর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সাহায্য বিতরণ করা হয়। খ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুঃস্থ/ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও খাদ্য সাহায্য বিতরণ করা হয়। |
|
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জামালপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস